আজ হাওড়ার জেলাশাসক মুক্তা আর্য বাগনানের দুর্যোগ বিপর্যস্ত রূপনারায়ণপুর অঞ্চল পরিদর্শন করতে যান।
‘ইয়াস’ মোকাবিলায় প্রস্তুত ছিল প্রশাসন। ঝড়ের তাণ্ডব দেখা না গেলেও রূপনারায়ণে প্রবল জলোচ্ছ্বাসের কারণে প্লাবিত হয়েছে শ্যামপুর ১ এবং ২ ব্লকের ১৫টি পঞ্চায়েতের অন্তত ৬০টি গ্রাম। প্রশাসনের প্রাথমিক রিপোর্ট, দুই ব্লকের লক্ষাধিক মানুষ দুর্যোগের কবলে পড়েছেন। দুর্গতদের বিভিন্ন স্কুলবাড়িতে আশ্রয় দেওয়া হয়েছে। তাঁদের দেওয়া হয়েছে শুকনো ও রান্না করা খাবার। পূর্ণিমার ভরা কোটাল এবং ঝোড়ো হাওয়ার কারণে রূপনারায়ণে জলোচ্ছ্বাস দেখা যায়। শ্যামপুর ১ ব্লকের ধানধালি থেকে গাদিয়াড়া পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার অংশের কোথাও কোথাও নদীবাঁধ উপচে গ্রামে জল ঢোকে। আজ হাওড়ার জেলাশাসক মুক্তা আর্য বাগনানের দুর্যোগ বিপর্যস্ত রূপনারায়ণপুর অঞ্চলে সরোজমিনে পরিদর্শন ও অনুসন্ধান করতে যান। সঙ্গে ছিলেন জেলাপরিষদের সহ সভাধিপতি, বাগনানের বিধায়ক রাজা সেন, এ ডি এম (জেলা পরিষদ) প্রমুখ।