+91 9330828434 +91 9804424251 banglalivenews@gmail.com

আজ হাওড়ার জেলাশাসক মুক্তা আর্য বাগনানের দুর্যোগ বিপর্যস্ত রূপনারায়ণপুর অঞ্চল পরিদর্শন করতে যান।

বুদ্ধদেব মন্ডল - May 27, 2021 10:57 pm - রাজ্য

আজ হাওড়ার জেলাশাসক মুক্তা আর্য বাগনানের দুর্যোগ বিপর্যস্ত রূপনারায়ণপুর অঞ্চল পরিদর্শন করতে যান।

‘ইয়াস’ মোকাবিলায় প্রস্তুত ছিল প্রশাসন। ঝড়ের তাণ্ডব দেখা না গেলেও রূপনারায়ণে প্রবল জলোচ্ছ্বাসের কারণে প্লাবিত হয়েছে শ্যামপুর ১ এবং ২ ব্লকের ১৫টি পঞ্চায়েতের অন্তত ৬০টি গ্রাম। প্রশাসনের প্রাথমিক রিপোর্ট, দুই ব্লকের লক্ষাধিক মানুষ দুর্যোগের কবলে পড়েছেন। দুর্গতদের বিভিন্ন স্কুলবাড়িতে আশ্রয় দেওয়া হয়েছে। তাঁদের দেওয়া হয়েছে শুকনো ও রান্না করা খাবার। পূর্ণিমার ভরা কোটাল এবং ঝোড়ো হাওয়ার কারণে রূপনারায়ণে জলোচ্ছ্বাস দেখা যায়। শ্যামপুর ১ ব্লকের ধানধালি থেকে গাদিয়াড়া পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার অংশের কোথাও কোথাও নদীবাঁধ উপচে গ্রামে জল ঢোকে। আজ হাওড়ার জেলাশাসক মুক্তা আর্য বাগনানের দুর্যোগ বিপর্যস্ত রূপনারায়ণপুর অঞ্চলে সরোজমিনে পরিদর্শন ও অনুসন্ধান করতে যান। সঙ্গে ছিলেন জেলাপরিষদের সহ সভাধিপতি, বাগনানের বিধায়ক রাজা সেন, এ ডি এম (জেলা পরিষদ) প্রমুখ।

 


আরও পড়ুন:

Follow Bangla Live on Facebook

Follow Bangla Live on YouTube