+91 9330828434 +91 9804424251 banglalivenews@gmail.com

বিজেপির উত্তরকন্যা অভিযানে ধুন্ধুমার

নিজস্ব সংবাদদাতা - December 7, 2020 11:41 pm - রাজ্য

বিজেপির উত্তরকন্যা অভিযানে ধুন্ধুমার

নবান্ন অভিযানের মতোই পরিস্থিতি তৈরি হয়েছে বিজেপির উত্তরকন্যা অভিযানে। সকাল থেকেই হিলকার্ট রোডে পুলিসি নিরাপত্তা বাড়ানো হয়েছিল। সকাল থেকেই বন্ধ ছিল যান চলাচল। বেলা বাড়তেই উত্তেজনা বাড়তে থাকে শিলিগুড়িতে। বিজেপির এক একটা মিছিল এগোনোর সঙ্গে সঙ্গে পুলিস প্রতিরোধ গড়ে তোলে। ব্যারিকেড ভেঙে বিজেপি কর্মীরা এগোনোর চেষ্টা করলে জলকামান ছুড়তে শুরু করে পুলিস। গোলাপি রং মিশিয়ে জলকামান ছোড়া হয়। পুলিসকে লক্ষ্য করে পাল্টা ইটবৃষ্টি শুরু করে বিজেিপ কর্মীরা। অভিযোগ পাল্টা ইট ছোড়ে পুলিসও। কাঁদানে গ্যাসের শেলও ফাটানো হয়।


ইটবৃষ্টি-কাঁদানে গ্যাসের শেল
বিজেপি কর্মীদের মিছিলে প্রথমে নেতৃত্ব দিচ্ছেলেন সৌমিত্র খাঁ। ছিলেন নিশীথ প্রামাণিক। জলকামান এড়িয়ে ব্যারিকেডের দিকে এগোনোর চেষ্টা করেন সৌমিত্র খাঁ। তাঁকে প্রতিহত করতে ক্যাঁদানে গ্যাসের শেল ফাটায় পুলিস। বিজেপি কর্মীরা একটি ব্যারিকেড ভাঙলেও দ্বিতীয় ব্যারিকেডের দিকে এগোতে পারেনি। জলকামানের দাপটে পিছু হঠতে শুরু করেন বিজেপি কর্মীরা। তিন বাত্তি মোড়ে তুমুল ইত্তেজনা তৈরি হয়েছে।

আহত একাধিক পুলিসকর্মী
বিজেপি কর্মীদের ছোড়া ইটের আঘাতে একাধিক পুলিস কর্মী আহত হয়েছেন বলে অভিযোগ। উত্তর কন্যার দিকে এগোনোর চেষ্টা করছেন দিলীপ ঘোষ, সায়ন্তন বসুরা। কিন্তু ফুলবাড়ির দিকে একশো মিটার দূরে পুলিস তাঁদের আটকে দেয়। বিজেপির একাধিক সমর্থকও হুড়োহুড়িতে আহত হয়েছে বলে জানা গিয়েছে। তবে পুলিসের প্রতিরোধে অনেকটাই পিছু হঠেছে বিজেপির মিছিল।

উত্তেজনা বাড়ছে শিলিগুড়িতে
মুহুর্মুহু টিয়ার গ্যাসের শেল ফাটিয়েছে পুলিস। তাতেই অনেকটা ছত্রভঙ্গ হয়েছে বিজেিপ কর্মীরা। অনেকটাই পুলিস এগিয়ে গিয়েছেন। তবে ফুলবাড়ি মোড়ে উত্তেজনা বাড়ছে। সেখানে মিছিলে রয়েছেন দিলীপ ঘোষরা। সকালে ট্রেন থেকে নামার পরেই দিলীপ ঘোষদের আটকায় পুলিস। তাঁদের হোটেলে যেতেও বাধা দেওয়া হয় বলে অভিযোগ। আজকেও এই উত্তরকন্যা অভিযানে রয়েছেন বিজেপি যুব মোর্চার সর্বভারতীয় সভাপতি তেজস্বী সূর্য


আরও পড়ুন:

Follow Bangla Live on Facebook

Follow Bangla Live on YouTube