কলকাতা, উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টি হতে পারে।
হালকা বৃষ্টিতে ভিজেছে শহর থেকে মফঃস্বল। রবিবাসরীয় আবহে ভরপুর বর্ষার আমেজ। এই আবহাওয়া কতক্ষণ থাকবে? হাওয়া অফিস জানাচ্ছে, আজ দিনভর মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গে।
আবহাওয়া দপ্তর জানাচ্ছে, উত্তর বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছিল। ঘূর্ণাবর্তই শনিবার নিম্নচাপে পরিণত হয়েছে। যার জেরে গতকাল দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় হালকা বৃষ্টি শুরু হয়েছে। রবিবার বৃষ্টির পরিমাণ আরও বাড়বে।
আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আজ কলকাতা, উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির কারণে আরও কমবে তাপমাত্রা। আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াস।
দক্ষিণবঙ্গের পাশাপাশি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও। আজ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুলি, কোচবিহারে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।