দেশে সক্রিয় রোগীর সংখ্যা বেড়ে ৭ লক্ষ ২৩ হাজার ৬১৯।
গত কালের থেকে আজ, সোমবার বেড়েছে সাড়ে ১২ শতাংশ। ততটাই বাড়ছে সংক্রমণের হার। দৈনিক সংক্রমণের হার এদিন ১৩.২৯ শতাংশ। তবে সংক্রমণের এই বাড়াবাড়ির মধ্যেও স্বস্তি একটাই। দেশে হাসপাতালে ভর্তি হওয়ার হার অনেকটাই কম। একথা জানিয়েছে কেন্দ্র সরকারের নথি। তবে এও বলেছে, যেভাবে পরিস্থিতি রোজ পাল্টে যাচ্ছে, তাতে হাসপাতালে ভর্তির প্রয়োজনীয়তা আচমকা বেড়েও যেতে পারে।
কেন্দ্রের নথি বলছে, দ্বিতীয় ঢেউয়ের সময় হাসপাতালে ভর্তির হার ছিল ২০ থেকে ২৩ শতাংশ। প্রতি ১০০০ জন ডেল্টা আক্রান্তের মধ্যে ১২৫ থেকে ৩৫০ জনকে হাসপাতালে ভর্তি করাতে হয়েছে। এবার সেই সংখ্যাটা অনেক কম। তৃতীয় ঢেউয়ে হাসপাতালে ভর্তি হওয়ার হার ১০ থেকে ১৫ শতাংশ। মৃত্যুর সংখ্যাও কম।
সোমবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনায় আক্রান্ত ১ লক্ষ ৭৯ হাজার ৭২৩ জন। করোনায় প্রাণ হারিয়েছেন ১৪৬ জন। দেশে পজিটিভি রেট বেড়ে ১৩.২৯ শতাংশ। দেশে সক্রিয় রোগীর সংখ্যা বেড়ে ৭ লক্ষ ২৩ হাজার ৬১৯। জিন পরীক্ষার মাধ্যমে জানা গিয়েছে, দেশে এই মুহূর্তে ওমিক্রন আক্রান্তের সংখ্যা ৪ হাজার ৩৩।