+91 9330828434 +91 9804424251 banglalivenews@gmail.com

মৃত ব্যক্তি কি চিকিৎসক না অন্য কেউ?

নিজস্ব সংবাদদাতা - September 25, 2022 1:31 am - রাজ্য

মৃত ব্যক্তি কি চিকিৎসক না অন্য কেউ?

আইকার্ডে লেখা, ড. সৌরভ সাহা রায়। সদ্য পাস করেছেন। তাঁর বাবা সুধাংশু সাহা রায়ও পেশায় একজন চিকিৎসক। জল থেকে উদ্ধার হয়েছে একটি দেহ। মৃত ব্যক্তি কি চিকিৎসক না অন্য কেউ? আইকার্ডের সূত্র ধরে চলছে জোর তল্লাশি‌। ঘটনাটি হাওড়া বেলুড়ের জগন্নাথ ঘাটের। মহালয়ার আগের দিন গঙ্গা থেকে উদ্ধার হয় একটি দেহ। হাফপ্যান্ট পরিহিত দেহটি গঙ্গার পাড়ে পাচিলের ধারে কচুরিপানায় আটকে ছিল। শনিবার সকালে দেহটি দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ এসে দেহটি উদ্ধার করে। উদ্ধার হওয়া দেহটি চিকিৎসকের বলেই সন্দেহ পুলিশের। খুন না আত্মহত্যা সেবিষয়ে খোঁজ নিচ্ছেন তদন্তকারীরা।

স্থানীয় পুলিশের একটি সূত্র জানিয়েছে, পাড়ে পড়ে থাকা আরেকটি জুতো দেখে সন্দেহ হচ্ছে জুতোর মালিক হয় জলে ডুবে গেছেন বা ঘটনাস্থল থেকে পালিয়েছেন। কিন্তু কেন এবং কীভাবে এই তরুণ চিকিৎসকের স্কুটি এবং আইকার্ড ওখানে এল বা তিনিই বা ওখানে কী করতে গিয়েছিলেন তা নিয়ে ধন্দে পুলিশ।

 

 

     


আরও পড়ুন:

Follow Bangla Live on Facebook

Follow Bangla Live on YouTube