দু’দিনের সফরে আজ রাজ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
দু’দিনের সফরে আজ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আরামবাগে একটি সরকারি অনুষ্ঠানে যোগ দেওয়ার পর তিনি যাবেন আরামবাগেরই কালীপুর মাঠে। সেখানে বিজেপির সভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী। সভা শেষে কপ্টারে আসবেন কলকাতায়। রাজভবনে রাত্রিবাসের পর কাল সকালে যাবেন কৃষ্ণনগর। সেখানেও একটি সরকারি অনুষ্ঠানে কিছু প্রকল্পের শিলান্যাস করবেন, হবে পরিষেবা বিতরণ। এরপর কৃষ্ণনগরে বিজেপির মেগা সভা। এরপর তাঁর হেলিকপ্টার যাবে পানাগড়। সেখান থেকে বিমানে করে তিনি যাবেন গয়া। দু’দিনের সফরে তাঁর একাধিক কর্মসূচি রয়েছে। ১ মার্চ হুগলির আরামবাগের পর ২ মার্চ প্রধানমন্ত্রী সভা করবেন নদিয়ায় কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজের মাঠে। পর পর ৩টি সভা করার কথা মোদীর। সন্দেশখালিকাণ্ডে তোলপাড় রাজনীতির ময়দান। এই আবহে বাংলায় মোদীর সফর গুরুত্বপূর্ণ।