+91 9330828434 +91 9804424251 banglalivenews@gmail.com

নিম্নচাপ কেটে গেলেও, দুর্যোগপূর্ণ আবহাওয়া এখনও কাটেনি।

নিজস্ব সংবাদদাতা - September 15, 2022 11:22 am - রাজ্য

নিম্নচাপ কেটে গেলেও, দুর্যোগপূর্ণ আবহাওয়া এখনও কাটেনি।

বর্ষায় বৃষ্টির তুমুল ঘাটতি থাকলেও, শরতে খানিকটা স্বস্তি ফিরেছে কলকাতা সহ দক্ষিণবঙ্গে।

বৃষ্টির জেরে কমেছে তাপমাত্রার পারদ। তবে কোথাও কোথাও জল জমার সমস্যায় নাজেহাল দশা সাধারণ মানুষের। নিম্নচাপ কেটে গেলেও, দুর্যোগপূর্ণ আবহাওয়া এখনও কাটেনি। গতকালের মতোই আজও বৃষ্টিতে ভিজছে শহর ও শহরতলি।

 

বৃহস্পতিবার সকাল থেকেই বৃষ্টি শুরু হয়েছে কলকাতায়। আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩০ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াস। আজও দিনভর বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে মহানগরে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

আবহাওয়া দপ্তর সূত্রে খবর, শুধু কলকাতা নয়, আজ সারাদিন দক্ষিণবঙ্গের প্রায় প্রতিটা জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মূলত সকাল ৭টা থেকে টানা ৩ থেকে ৪ ঘণ্টা হালকা বৃষ্টি হলেও, বিকেলের পর থেকে বাড়বে বৃষ্টির পরিমাণ। এই পরিস্থিতিতে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পশ্চিমবঙ্গ ছাড়াও, ওড়িশা, বিহার, সিকিম, মধ্যপ্রদেশ, গুজরাট, গোয়া, মহারাষ্ট্র, কর্নাটক, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশে আগামী কয়েকদিন দুর্যোগপূর্ণ আবহাওয়া বজায় থাকবে।


আরও পড়ুন:

Follow Bangla Live on Facebook

Follow Bangla Live on YouTube