ছাত্র নেতা আনিস খানের হত্যার প্রতিবাদে DYFI এর বিক্ষোভ
শিলিগুড়ি ২৭/০২/২০২২ রবিবার
আলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র নেতা আনিস খানের হত্যার প্রতিবাদে আজ DYFI ডাবগ্রাম দক্ষিণ লোকাল কমিটির পক্ষ থেকে শিলিগুড়ি আশিঘর থানার সামনে দোষীদের গ্রেফতার করে শাস্তির দাবিতে বিক্ষোভ করা হয়।লোকাল কমিটির সম্পাদক গোপাল পাল জানান ছাত্র নেতা আনিস খান কে খুন করে ছাত্র আন্দলোন কে রুখতে পারবে না রাজ্য সরকার আনিস খানের খুনিদের অবিলম্বে গ্রেফতার করে তাদের শাস্তি দিতে হবে পুলিশের পোশাক পরে কারা গিয়েছিলো আনিসের বাড়িতে তার জবাব দিতে হবে রাজ্যর পুলিশ সহ রাজ্য সরকারকে।গোপাল বাবু আরো জানান প্রতিবাদী ছাত্র নেতা আনিস খানের খুনিদের শাস্তির দাবিতে গতকাল হাওড়া গ্রামীণ SP অফিস পর্যন্ত শান্তিপূর্ণ মিছিলে পুলিশ লাঠিচার্জ করে কাঁদানে গ্যাস এবং তৃণমূলের দুষ্কৃতীরা বোমা নিক্ষেপ করে। পরবর্তী সময়ে DYFI রাজ্য সম্পাদিকা মীনাক্ষী মুখার্জি,সহ অনেক ছাত্র যুব কমরেডদের অ্যারেস্ট করে আনিস খান এর প্রকৃত খুনিদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এই দাবিতে আজ আমরা আশিঘর থানার সামনে অবস্থান বিক্ষোভ করছি।আমাদের দাবি পুরোন না হলে আগামীদিনে আমরা বৃহত্তর আন্দোলনের দিকে যেতে বাধ্য হবো।