আই লীগ জয়কে সামনে রেখে এগিয়ে চলেছে মহমেডান স্পোটিং
হিরো আই-লিগে মহমেডান ২-০ গোলে এএফসি পরাজিত করে যাত্রা শুরু করেছিল। পর পর চারটি খেলা জয়ের ধারা বাহিকতা বজায় রেখে এগিয়ে চলেছে, এর দ্বারা প্রমান পাওয়া যায় হিরো আই-লীগ জয়কে সামনে রেখে গুটি সাজিয়ে এগিয়ে চলেছে মহমেডান স্পোটিং ক্লাব চতুর্থ খেলায় ইন্ডিয়ান আরোজকে ৪-০ গোলে পরাজিত করেছ। এই দিকদিয়ে বিচার করলে, মহমেডান ইতিমধ্যে অল্পের জন্য ডুরান্ড কাপ হাত ছাড়া হলো, কলকাতা লীগ জয় করে নিজেদের অবস্থানকে বুঝিয়ে দিলো মোহন-ইস্ট না থাকলেও রাজ্যের ফুটবলের সম্মান ধরে রাখা যায়। এবার দেখা যাক আগামী দিনের খেলা গুলি মহমেডান স্পোর্টিং ক্লাব হিরো আই-লীগ এনে দিতে পারে কিনা। মহমেডান টিমের এখন গুরুত্ব পূর্ণ খেলোয়াড় মার্কস ইতিমধ্যে চারটি খেলায় তিনটিতে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে, সর্বাধিক গোল দ্বাতা হিসাবে প্রতিষ্ঠিত হয়েছে। কোচের কথায় আমার টিম আস্তে আস্তে করে খেলার উন্নতি করে চলেছে। বিদেশি খেলোয়াড় দের তাদের খেলার ধ্যান ধারনা বুঝতে কয়েকটা দিন সময় লাগবে।