ফিক্সডার্মার সর্বশেষ ক্যাম্পেনে পান্ডা রূপে দেখা দিলেন অভিনেতা বোমান ইরানি
ফিক্সডার্মার সর্বশেষ ক্যাম্পেনে পান্ডা রূপে দেখা দিলেন অভিনেতা বোমান ইরানি, গ্রাহকদের উদ্বুদ্ধ করছেন স্বাস্থ্যকর ত্বকের জন্য আত্ম-সংশয়ের ঊর্ধ্বে উঠতে
আপনার ত্বকের গাঢ় প্যাচের জন্য লজ্জিত না হয়ে নিগ্রিফিক্স ক্রিম দিয়ে যত্ন কেন নেওয়া দরকার ব্যাখ্যা করতে দেখা যাচ্ছে এই অভিনেতাকে। #বাইবাইডার্কপ্যাচেস
পান্ডারা খুব দুষ্টু, তাই নয় কি? কিন্তু তা হবে না যদি কাউকে তাদের মতো দেখাতে শুরু করে। সৌন্দর্যের আরও ইনক্লুসিভ ভিশনকে আলিঙ্গন এবং আরও সববল করতে, যা স্বাস্থ্যকর ত্বক উদযাপন করে, কসমিসিউটিক ব্র্যান্ড ফিক্সডার্মা নিয়ে এসেছে একটি স্কিনকেয়ার সলিউশনস যা বিজ্ঞান দ্বারা পাওয়ার্ড এবং ভারতের সেরা ডার্মাটোলজিস্টদের দ্বারা প্রস্তাবিত যার সর্বশেষ ক্যাম্পেন #বাইবাইডার্কপ্যাচেস-এ অভিনয় করেছেন বর্ষীয়ান অভিনেতা বোমান ইরানি। এটি দিয়ে, ফিক্সডার্মার উদ্দেশ্য হল ত্বকের গাঢ় দাগকে অস্বস্তির চিহ্ন হিসেবে বিবেচনা করা উচিত নয়, বরং সবার উচিত ত্বকের যত্নের উপায় খোঁজা।
সত্যিকারের ত্বক লুকিয়ে রাখার সাংস্কৃতিক স্টিরিওটাইপকে চ্যালেঞ্জ জানিয়ে ভিডিয়ো সিরিজের দুটি এপিসোডে পান্ডা সেজে বোমান ইরানি ডার্ক প্যাচ-এর সমাধান নিয়ে এসেছেন, এইসূত্রে, পরিচয় করিয়ে দিয়েছেন ফিক্সডার্মা-র সর্বশেষ প্রডাক্ট ‘নিগ্রিফিক্স ক্রিম’-এর সঙ্গে, প্যাচি ত্বক ঠিকঠাক করতে এই ধরনের ফর্মুলেশন এই প্রথম। ফিলমে দেখা যাচ্ছে একটি কিশোরী ও এক বিবাহিত দম্পতিকে যাদের হাঁটু কালো, গলা ও গিঁটে দাগ এবং যারা তাদের ত্বক প্রকাশে সংশয়দীর্ণ। হঠাৎ পর্দায় বোমান আসেন একটি পান্ডা কস্টিউম পরে, ব্যাখ্যা করেন কেন এসব কালো প্যাচ পান্ডার ক্ষেত্রে মানানসই, মানুষের জন্য নয়। উপরন্তু, এই ক্যাম্পেনের লক্ষ্য হল শরীরের কিছু নির্দিষ্ট অঙ্গে ডার্কেনিং ও থিকেনিং-এর অস্বাচ্ছন্দ্য স্বাভাবিক করা, যা হয় আঙুলের গাঁট, হাঁটু, কনুই, গলা, ঘাড়ের পেছনে, বগলে, কুঁচকিতে এবং এমনকি পিঠে, যাকে মেডিক্যাল পরিভাষায় বলা হয় অ্যাকানথোসিস নিগ্রিক্যান।
ডিজিটাল ফিল্মের লিংক: https://www.youtube.com/watch?v=gYBQnsxA6AY
ফিক্সডার্মা-র প্রতিষ্ঠাতা তথা চিফ এগজিকিউটিভ অফিসার শাইলি মেহরোত্রা বলেন, ‘অ্যাকানথোসিস নিগ্রিক্যান খুবই পরিচিত ত্বক সমস্যা এবং এটা পুরনো হয়ে গেলে চিকিৎসা করা কঠিন। অধিকাংশ সময় এই অবস্থাকে ভুল বোঝা হয় ধুলোবালি হিসেবে অথবা এর প্রতিকার কী এবং সচেতনতার অভাবে সুন্দর স্বাস্থ্যবিধি পালন করা হয় না। আমাদের #বাইবাইডার্কপ্যাচেস ক্যাম্পেন প্রবর্তনের মাধ্যমে, আমরা উপভোক্তাদের কাছে খুব সুন্দরভাবে ‘নিগ্রিফিক্স ক্রিম’-এর পরিচয় দিয়েছে যা অনন্যভাবে গঠিত হাইপারপিগমেন্টেশন চিকিৎসায় যার উপসর্গ হল অ্যাকানথোসিস নিগ্রিক্যান-এর। আমরা চাই একটি ন্যারেটিভ তৈরি করতে যার মূল বার্তা সঞ্চারিত হবে হাস্য-পরিহাসের মধ্য দিয়ে, যা বোমান ইরানির চেয়ে ভালো আর কেউ এই ভূমিকায় করতে পারত বলে ভাবাই যায় না। আমাদের লক্ষ্য হল স্বাস্থ্যকর ত্বক সম্পর্কে অর্থপূর্ণ কথোপকথনে উৎসাহ দেওয়া এবং এইসঙ্গে আপনি নিজেকে আরও উন্নত ব্যক্তি হিসেবে কীভাবে অনুভব করবেন সেটা প্রতিষ্ঠা করা।’
এই ফিল্ম সম্পর্কে বোমান ইরানি মন্তব্য করেছেন, ‘আমি সবসময় বর্ণলিঙ্গ ভেদ ছাড়া স্বাস্থ্যকর ত্বকে বিশ্বাস করি। ত্বকের ডার্ক প্যাচ, যাকে মেডিক্যাল পরিভাষায় অ্যাকানথোসিস নিগ্রিক্যান বলা হয়, সম্পর্কে সচেতনতা গঠনের কাজে ফিক্সডার্মা-র সঙ্গে যুক্ত হতে পেরে আমি সত্যিই আনন্দিত। এবং সবাইকে নিগ্রিফিক্স-এর সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছি যা হল এই সমস্যার জন্য আদর্শ এবং ডার্মাটোলজিস্টদের অনুমোদিত সলিউশন। আর আমার রোমাঞ্চে আরও যুক্ত হয়েছে – আমি হলাম দুষ্টু পান্ডা!’
ব্র্যান্ডের সর্বাধুনিক প্রডাক্ট লঞ্চ প্রতিশ্রুতি দেয় এক সপ্তাহ ধরে দিনে দুবার লাগিয়ে উন্নততর ত্বকের কন্ডিশন। ক্যাম্পেন প্রমোট করা হবে ব্র্যান্ডের সব সোশাল মিডিয়া প্ল্যাটফর্ম, ফেসবুক, ইনস্টাগ্রাম ও ইউটিউবে।
এই ফিল্ম প্রণীত হয়েছে এটি ভাবনায় এনেছেন রিকি সিং বেদি দ্বারা প্রডাকশন হাউস প্যাশন ফিল্মস।