হাওয়া অফিসের পূর্বাভাস, দুর্যোগ এখনই শেষ হচ্ছে না।
বুধবার টানা বৃষ্টিতে জলমগ্ন হয়েছে কলকাতা-সহ গোটা রাজ্য। উত্তর বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত এবং মৌসুমী অক্ষরেখার পূর্বের অংশ শান্তিনিকেতন এবং ডায়মন্ডহারবার হয়ে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। আর এর জেরেই আজও বিভিন্ন জেলায় মাঝারী ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। বৃষ্টিপাতের জেরে এক ধাক্কায় কমেছে তাপমাত্রাও। আগামী ২৪ ঘণ্টায় শহরের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকবে যথাক্রমে ৩১ ও ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে।
বুধবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। অন্যদিকে, সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। গত ২৪ ঘণ্টায় বৃষ্টিপাতের পরিমাণ ২৫.২ মিলিমিটার।
গতকাল বৃষ্টিপাতের জেরে শহরের একাধিক এলাকা জলমগ্ন হয়েছিল। যার ফলে চরম সমস্যায় পড়েছিলেন সাধারণ মানুষ। হাওয়া অফিসের পূর্বাভাস, দুর্যোগ এখনই শেষ হচ্ছে না। আগামিকাল পর্যন্ত চলবে বৃষ্টিপাত। সিকিম ও পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গেও এদিন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজ অর্থাৎ বৃহস্পতিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুরে। শুক্রবার ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া ও পুরুলিয়ায়। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস রয়েছে।