ক্রেতাদের চাহিদার কথা মাথায় রেখে হিরো বাজারে আনলো নতুন Hero Destini 125 Xtec
ক্রেতাদের চাহিদার কথা মাথায় রেখে হিরো বাজারে আনলো নতুন Hero Destini 125 Xtec। নিত্য নতুন আধুনিক ফিচার এই নতুন স্কুটারে সমৃদ্ধ বলে জানালেন হাওড়ার অমিত মোটর সাইকেলস্ এর তরফে ।
Hero Destini 125 Xtec -এর ফিচার্স
নতুন স্কুটারে কোম্পানির i3S প্রযুক্তি ব্যবহার হয়েছে। এছাড়াও রয়েছে USB চার্জার, Bluetooth কানেক্টিভিটি, নতুন ডিজিটাল-অ্যানালগ স্পিডোমিটার। এই স্পিডোমিটারে কল ও SMS অ্যালার্ট পাওয়া যাবে। এছাড়াও সাইড স্ট্যান্ড নামালে ইঞ্জিন নিজে থেকে বন্ধ হয়ে যাবে। আরামদায়ক রাইডিং অভিজ্ঞতার জন্য থাকছে সিট ব্যাক রেস্ট।
এই স্কুটারে আগের থেকে ভালো মাইলেজ ও পিক-আপ পাওয়া যাবে। এছাড়াও আগের থেকে রক্ষণাবেক্ষণে কম খরচ হবে বলে জানিয়েছে Hero। Destini 125 Xtec-এর দাম শুরু হচ্ছে 74,950 টাকা (এক্স শো-রুম দাম) থেকে। টপ ভেরিয়েন্টে এই স্কুটারের দাম 80,690 টাকা (এক্স শো-রুম)।
কী কী ফিচার থাকছে?
LED হেডল্যাম্প: নতুন LED হেডল্যাম্পে Destini 125 Xtec -এ আগের থেকে উজ্জ্বল দৃশ্যমনতা পাওয়া যাবে। ফলে যে কোন আবহাওয়ার রাতে রাস্তার সামনে কী রয়েছে তা দেখা সহজ হবে।
রেট্রো স্টাইল: Destini 125 Xtec-তে রেট্রো লুকের সঙ্গেই রয়েছে একাধিক ক্রোম ফিনিশ। রিয়ার ভিউ মিরির, মাফলার প্রোটেকটর ও হ্যান্ডেলবার এই স্কুটারের লুককে অন্য উচ্চতায় নিয়ে যাবে।
আরামদায়ক সফর: সিটের পিছনে হেলান দেওয়ার জায়গা থেকের কারণে এই স্কুটারে আরামদায়ক সফর করা যাবে।
কানেক্টিভিটি: Destini 125 Xtec-এ থাকিছে ডিজিটাল-অ্যানালগ স্পিডোমিটার। সঙ্গে থাকিছে Bluetooth কানেক্টিভিটি। এর ফলে স্কুটারের ডিসপ্লেতেই মিসড কল ও SMS অ্যালার্ট পাওয়া যাবে। এছাড়াও এই স্কুটারের ইন্সট্রুমেন্ট ক্লাস্টারে যুক্ত হয়েছে নতুন ফুয়েল মিটার।
নতুন রঙ: সাতটি আকর্ষণীয় রঙে পাওয়া যাবে নতুন Destini 125 Xtec। এর মধ্যে নেক্সাস ব্লু রংটি শুধুমাত্র এই স্কুটারের জন্যই তৈরি করেছে Hero MotoCrop।
ইঞ্জিন: Destini 125 Xtec-তে রয়েছে 125 cc BS6 ইঞ্জিন। এই ইঞ্জিন শক্তশালী ও আরামদায়ন রাইডের জিন্য আদর্শ।
সুরক্ষা: রাইডার ও সহযাত্রীর সুরক্ষার জন্য এই স্কুটার ডিজাইনে বিশেষ নজর দেওয়া হয়েছে। এছাড়াও সাইড স্ট্যান্ড নামিয়ে রাখতে ইঞ্জিন স্টার্ট দেওয়া যাবে না। বিশেষ এই ‘ইঞ্জিন কাট অফ’ ফিচার রয়েছে এই স্কুটারে।