+91 9330828434 +91 9804424251 banglalivenews@gmail.com

রবিবার দিল্লির গঙ্গারাম হাসপাতালে ভর্তি করা হল সোনিয়া গান্ধীকে

নিজস্ব সংবাদদাতা - June 12, 2022 4:07 pm - রাজ্য

রবিবার দিল্লির গঙ্গারাম হাসপাতালে ভর্তি করা হল সোনিয়া গান্ধীকে

তড়িঘড়ি করে হাসপাতালে ভর্তি করা হল কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীকে। ২ জুন তাঁর করোনা আক্রান্ত হওয়ার খবর প্রকাশ্যে আসে। হালকা উপসর্গ থাকলেও, জটিলতা দেখা না দেওয়ায় বাড়িতেই নিভৃতবাসে ছিলেন তিনি। কিন্তু আচমকা স্বাস্থ্যের অবনতি হতেই রবিবার দিল্লির গঙ্গারাম হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে আপাতত তিনি স্থিতিশীল। টুইট করে খবরটি জানিয়েছেন কংগ্রেসের প্রধান মুখপাত্র রণদীপ সিং সুরজেওয়ালা।

টুইটারে তিনি লেখেন, ‘করোনা সংক্রান্ত সমস্যার কারণে গঙ্গারাম হাসপাতালে সোনিয়া গান্ধীকে ভর্তি করা হয়েছে। তবে বর্তমানে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল। কিছুদিন পর্যবেক্ষণের জন্য তাঁকে হাসপাতালে রাখা হবে। কংগ্রেসের কর্মী-সমর্থকরা, যাঁরা তাঁর সুস্বাস্থ্য কামনা করছেন, তাঁদের সকলকে আমরা ধন্যবাদ জানাই।’

সূত্রের খবর, সোনিয়ার হাসপাতালে ভর্তি হওয়ার খবর প্রকাশ্যে আসতেই কংগ্রেসের তরফেও জানানো হয়, করোনার কিছু উপসর্গ থাকলেও আপাতত তিনি সুস্থ। কিন্তু আচমকা তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার পর থেকেই চিন্তিত কংগ্রেসের কর্মী-সমর্থকরা। উল্লেখ্য, ৮ জুন সোনিয়ার ইডির দপ্তরে হাজিরা দেওয়ার কথা থাকলেও তাঁর কোভিড রিপোর্ট নেগেটিভ না আসার কারণে তিনি উপস্থিত থাকতে পারেননি। পুনরায় ২৩ জুন তাঁর হাজিরা দেওয়ার কথা। কিন্তু এই পরিস্থিতিতে তিনি আদৌ জিজ্ঞাসাবাদের জন্য হাজিরা দিতে পারবেন কি না, তা নিয়ে সংশয় তৈরি হয়েছে।


আরও পড়ুন:

Follow Bangla Live on Facebook

Follow Bangla Live on YouTube