+91 9330828434 +91 9804424251 banglalivenews@gmail.com

ইন ড্রাইভার পরিষেবা-যাত্রাপথের ভাড়া নিজেরাই স্থির করবেন কলকাতার যাত্রীরা

নিজস্ব সংবাদদাতা - April 18, 2022 10:47 am - লাইফস্টাইল

ইন ড্রাইভার পরিষেবা-যাত্রাপথের ভাড়া নিজেরাই স্থির করবেন কলকাতার যাত্রীরা

ইন ড্রাইভার পরিষেবার সূচনা-এবার নিজেদের যাত্রাপথের ভাড়া নিজেরাই স্থির করবেন কলকাতার যাত্রীরা

মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া কেন্দ্রিক আন্তর্জাতিক গাড়ি ভাড়া করার সংস্থা ইনড্রাইভার কলকাতায় তাদের পরিষেবা শুরু করতে চলেছে সার্জ শূন্য এবং চালকদের জন্য বিনামূল্য পরিষেবার মাধ্যমে ইনড্রাইভার যাত্রী এবং গাড়িচালক উভয়ের জন্যই একটি স্বচ্ছ ব্যবসায়িক মডেল তৈরীর লক্ষ্যে কাজ করে চলেছে এটি একমাত্র অ্যাপ ভিত্তিক গাড়ি ভাড়ার পরিষেবা যেখানে যাত্রীরা রিয়েল টাইমে গাড়ি বুক করার আগে ভাড়া নিয়ে দরদাম করার সুযোগ পান

 

চিরাচরিত অ্যাপ ক্যাব পরিষেবার থেকে স্বতন্ত্র ইনড্রাইভার পরিষেবার মূল লক্ষ্য  গাড়ি ভাড়া নিয়ে চালক এবং যাত্রীদের মধ্যে আলোচনার সুযোগ করে দেওয়া যদি কোনো যাত্রী একাধিক প্রস্তাব পান, তাহলে তারা অপেক্ষার সময়, ভাড়ার হার, গাড়ির মডেল এবং ড্রাইভার এর রেটিং এর উপর নির্ভর করে পছন্দমত রাইড বেছে নিতে পারবেন

 

ইনড্রাইভারের দক্ষিণ এশিয়া জনসংযোগ ম্যানেজার,পাভিত নন্দা বলেন,“সিটি অফ জয় কলকাতায় ইন্ডিভার পরিষেবা শুরু করার জন্য আমরা খুবই অধীর ইনড্রাইভার এমন একটি পরিষেবা যা চালক এবং যাত্রীকে পরস্পরকে খুঁজে পেতে সাহায্য করে,এবং প্রত্যেক যাত্রার সময় স্বাধীনভাবে নিজেদের মধ্যে আলোচনা করে শর্ত ঠিক করে নেওয়ার ছাড়পত্র দেয় যাত্রীরা আমাদের অ্যাপের মাধ্যমে ভাড়া সম্পর্কে নিজেদের প্রস্তাব কাছাকাছি থাকা চালকদের দেওয়ার পাশাপাশি তাদের কাছ থেকেও পাল্টা একাধিক প্রস্তাব পান গাড়িচালকরাও বেছে নিতে পারেন কোন ভাড়াটি তাদের পক্ষে যথাযথ উদাহরণস্বরূপ, আমাদের অ্যাপের মাধ্যমে যাত্রীদের নিউ মার্কেট থেকে আলিপুর যেতে ভাড়া দিতে হবে ১৪০ টাকা  এবং কিড স্ট্রিট থেকে ভিআইপি বাজার যেতে ভাড়া লাগবে ২৩০ টাকা

 

ট্যাক্সি ভাড়া করতে শুধুমাত্র অ্যাপটি ডাউনলোড করুন, সেখানে আপনার অবস্থান এবং গন্তব্যকে এবং বি দুটি জায়গা হিসাবে চিহ্নিত করুন এবং ওই পথ যাওয়ার জন্য আপনি কতটা ভাড়া দিতে প্রস্তুত তা উল্লেখ করুন এটি সরল এবং দ্রুত ইনড্রাইভার তার ব্যবহারকারীদের হাতেই পছন্দ করার আসল ক্ষমতাটি ফিরিয়ে দিয়েছে যাত্রীরা তাদের কাছে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যেমন ভাড়া,ড্রাইভারের মান,অপেক্ষার সময় ইত্যাদির ওপর ভিত্তি করে পছন্দের গাড়ি বেছে নিতে পারবেনভারতে এটিই একমাত্র গাড়ি ভাড়া করার অ্যাপ যেখানে যাত্রীদের নিজের যাত্রাপথের ভাড়া নিয়ে প্রস্তাব দেওয়ার সুযোগ দেওয়া হয় কাছাকাছির গাড়ি চালকরা ভাড়া এবং যাত্রাপথের বিবরণ দেখে তা গ্রহণ করতে পারেন অথবা বেশি ভাড়া চেয়ে দরদাম করতে পারেন যাত্রীরা এরকম একাধিক প্রস্তাবের মধ্যে থেকে ভাড়ার অংক, ড্রাইভারের রেটিং এবং গাড়ির মডেলের ভিত্তিতে নিজেদের পছন্দমতো চালক এবং গাড়ি বেছে নিতে পারেন অন্যদিকে, গাড়ির চালক পাল্টা প্রস্তাব এবং দরদাম করার সুযোগের মাধ্যমে নিজেদের জন্য সবথেকে লাভজনক যাত্রাপথ এবং যাত্রীকে বেছে নিতে পারেন,যে সুযোগ অন্য কোন অ্যাপক্যাব পরিষেবা দেয় না

 

পাভিত নন্দা আরও বলেন,”এই শহরে কার্যকরী গাড়ির চালকের সংখ্যা ক্রমশ বাড়ছে বর্তমানে নথিভূক্ত গাড়িচালকের সংখ্যা ৪০০০ এর বেশি আমাদের সহযোগী সমস্ত চালকেরা অত্যন্ত অভিজ্ঞ এবং তাদের সমস্ত নথিপত্র খুঁটিয়ে পরীক্ষার পরেই সহযোগী হিসেবে নিয়োগ করা হয় কলকাতা মহানগরীতে ইনড্রাইভার পরিষেবা শুরু হওয়ার মধ্যে দিয়ে এই শহরের যাত্রীদের কাছে অল্প সময়ের মধ্যে দিনের যেকোনও সময় কোনও রকম বাড়তি ভাড়া ছাড়াই রাইড পাওয়ার সুযোগ সৃষ্টি হল।।

 

প্রথম পর্যায়ে ইন ড্রাইভার চালকদের জন্য শূন্য শতাংশ পরিষেবা ফি সুযোগ দিচ্ছে এর মাধ্যমে তারা এই পরিষেবার লাভজনক এবং সম্ভাবনার দিকগুলি পরীক্ষা করে নেওয়ার সুযোগ পাবেন, বাজারে ইতিমধ্যে চালু থাকা প্রতিযোগী অন্যান্য পরিষেবার সঙ্গে এটি একটি উল্লেখযোগ্য ব্যতিক্রম চালকেরা নিজেদের ফোনে এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নিতে পারেন অথবা সহযোগী চালক হিসেবে নাম নথিভুক্ত করতে 011712 79985 নম্বরে ফোন করতে পারেন


আরও পড়ুন:

Follow Bangla Live on Facebook

Follow Bangla Live on YouTube