+91 9330828434 +91 9804424251 banglalivenews@gmail.com

জামিন পেলেন নারদ মামলায় গ্রেফতার হওয়া চার নেতা।

নিজস্ব সংবাদদাতা - May 28, 2021 7:27 pm - কলকাতা

জামিন পেলেন নারদ মামলায় গ্রেফতার হওয়া চার নেতা।

চিত্র সৌজন্যে: Outlook India

গত কয়েকদিন ধরে চলা নারদ নাটকে অবশেষে স্বস্তি পেল তৃণমূল । কলকাতা হাইকোর্টে জামিন পেলেন নারদ মামলায় গ্রেফতার হওয়া চার নেতা। আজ বৃহত্তর বেঞ্চে সেই মামলার শুনানিতে জামিন দিল আদালত। ‘গ্রেফতার না করেও তদন্ত হতে পারে’ বলে মন্তব্য করলেন বিচারপতি। তবে জামিন পেলেও কোনও সাক্ষাৎ দিতে পারবেন না এই চার নেতা। আদালতের তরফ থেকে এই শর্ত দেওয়া হয়েছে। নিম্ন আদালতের অন্তবর্তী জামিনের নির্দেশই বহাল রাখল হাইকোর্ট। ২ লক্ষ টাকার বন্ডে জামিন দেওয়া হয়েছে। গত ১৭ মে রাজ্যের পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম, পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়, বিধায়ক মদন মিত্র ও আর এক নেতা শোভন চট্টোপাধ্যায়কে গ্রেফতার করে সিবিআই। পরে আদালতের নির্দেশে তাঁদের গৃহবন্দি করার কথা বলা হয়। বৃহত্তর বেঞ্চে চলছিল সেই মামলার শুনানি। এই মামলায় সিবিআই-এর পক্ষে সলিসিটর জেনারেল তুষার মেহতা দুটি শর্ত রেছিলেন। দুটিই শর্তই মেনে নেওয়া হয়েছে। সলিসিটর জেনারেলের পক্ষ থেকে শর্ত রাখা হয়েছিল, যাতে জামিন দেওয়া হলেও অভিযুক্তরা টিভি বা সংবাদপত্রে কোনও সাক্ষাৎকার দিতে না পারেন। এছাড়া, পরবর্তীকালে জামিন খারিজ হয়ে গেলে ফের চারজনকে গ্রেফতার করা হতে পারে বলেও শর্ত রাখা হয়েছিল।


আরও পড়ুন:

Follow Bangla Live on Facebook

Follow Bangla Live on YouTube