জেলায় জেলায় বৃষ্টির পূর্বাভাস।
কলকাতা সহ দক্ষিণবঙ্গে কমল কনকনে শীতের আমেজ। বাড়ল তাপমাত্রা। রবিবারের তুলনায় সোমবার কয়েক ডিগ্রি তাপমাত্রা বেড়েছে। তবে ভোরের ঘন কুয়াশার দাপট এখনও জারি রয়েছে। এর মাঝেই জেলায় জেলায় বৃষ্টির পূর্বাভাস।
হাওয়া অফিস সূত্রে খবর, আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রির আশেপাশে থাকবে। সোমবার বিকেল থেকে রাজ্যে আবহাওয়ার পরিবর্তন হবে।
পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে ৩১ জানুয়ারি রাতে। বঙ্গোপসাগরে উচ্চচাপ বলয় তৈরি হবে। এর প্রভাবে সাগর থেকে প্রচুর জলীয়বাষ্প ঢুকবে।
সোমবার থেকে ঘনকুয়াশা থাকবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে। বিকেলের পর থেকে মেঘলা আকাশ। মঙ্গলবার থেকে বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার দুই ২৪ পরগনা, কলকাতা, নদিয়া, পূর্ব মেদিনীপুরে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃহস্পতিবারেও আবহাওয়ার পরিবর্তন হবে না। শুক্রবার পর্যন্ত তাপমাত্রা কমার সম্ভাবনা নেই।
শুক্রবার পর্যন্ত উত্তরবঙ্গের জেলায় জেলায় হালকা বৃষ্টি হতে পারে। ঘন কুয়াশার সতর্কতা জারি রয়েছে। শুক্রবারের পর কনকনে শীতের আমেজ আবারও ফিরবে কি না, তা এখনও নিশ্চিত জানায়নি হাওয়া অফিস।