কর্নাটকে ৫ বছরের এক শিশুর দেহে জিকা
কেরল, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশের পর এবার কর্নাটক। দেশের আরও একটি রাজ্যে ধরা পড়ল জিকা ভাইরাসে আক্রান্তের খোঁজ। কর্নাটকে ৫ বছরের এক শিশুর দেহে জিকা ভাইরাসের হদিশ পাওয়া গিয়েছে। এটিই রাজ্যের মধ্যে প্রথম জিকা ভাইরাসের সংক্রমণ বলে দাবি কর্নাটক সরকারের।
কর্নাটকের স্বাস্থ্যমন্ত্রী কে সুধাকর বলেন, রাইছুর জেলায় এক শিশু জিকা ভাইরাসে আক্রান্ত হয়েছে। গত ৫ ডিসেম্বর তিনজনের রক্তের নমুনা পুনের ল্যাবরেটরিতে পাঠানো হয়েছিল। ৮ ডিসেম্বর তার রিপোর্ট মিলেছে। সেখানে দুজনের নেগেটিভ এবং একজনের রিপোর্ট পজিটিভ এসেছে। তিনজনের মধ্যে ৫ বছরের এক শিশু জিকা ভাইরাসে আক্রান্ত হয়েছে। কর্নাটকে এটাই প্রথম নিশ্চিত জিকা ভাইরাস সংক্রমণ।
উল্লেখ্য, শিশুটির বিদেশ ভ্রমণের কোনও ইতিহাস নেই। কীভাবে সে আক্রান্ত হল, তা খতিয়ে দেখা হচ্ছে। অ্যাডিডাস মশার কামড় থেকেই জিকা ভাইরাসের সংক্রমণ হয়। ডেঙ্গি, চিকুনগুনিয়ার মতো এটিও সংক্রমিত রোগ। ১৯৪৭ সালে উগান্ডায় প্রথম এই ভাইরাস শনাক্ত হয়।