+91 9330828434 +91 9804424251 banglalivenews@gmail.com

মমতার মন্ত্রিসভার শপথ, ৪৩ জন মন্ত্রী, নতুন মুখ ১৭

নিজস্ব সংবাদদাতা - May 10, 2021 10:45 am - রাজ্য

মমতার মন্ত্রিসভার শপথ, ৪৩ জন মন্ত্রী, নতুন মুখ ১৭

মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয় মন্ত্রিসভার শপথগ্রহণ সোমবার। করোনা পরিস্থিতির কারণে অনাড়ম্বর শপথগ্রহণ অনুষ্ঠান হবে রাজভবনে। বেলা পৌনে ১১টার সময় শপথ নেবেন মন্ত্রীরা।
মুখ্যমন্ত্রী হিসেবে তৃতীয়বার শপথ নিয়েছেন মমতা। এদিন ৪৩ জন মন্ত্রীর তালিকা রাজভবনে জমা দিলেন তিনি। এর মধ্যে পূর্ণমন্ত্রী ২৪ জন। বাকি ১৯ জন প্রতিমন্ত্রীর মধ্যে ১০ জন পাচ্ছেন স্বাধীন দফতর। রবিবার যে তালিকা পাঠানো হয়েছে তাতে পুরনো মন্ত্রীরা অনেকেই থাকছেন। সেই সঙ্গে এ বার ১৭ জন নতুন মুখ দেখা যাবে। আবার নির্বাচনে প্রার্থী না হলেও মন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন প্রাক্তন অর্থমন্ত্রী অমিত মিত্র। অন্য দিকে, কামারহাটি বিধানসভা আসনে জয় পেলেও তালিকায় নাম নেই রাজ্যের প্রাক্তন পরিবহণ মন্ত্রী মদন মিত্রর। বাদ পড়েছেন গত মন্ত্রিসভার দুই সদস্য তাপস রায় ও নির্মল মাঝি।


আরও পড়ুন:

Follow Bangla Live on Facebook

Follow Bangla Live on YouTube