+91 9330828434 +91 9804424251 banglalivenews@gmail.com

২৪ তম “মাদার টেরিজা ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড”, অনুষ্ঠিত হলো

বুদ্ধদেব মন্ডল - January 28, 2024 10:53 am - কলকাতা

২৪ তম “মাদার টেরিজা ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড”, অনুষ্ঠিত হলো

চিত্র সৌজন্যে: সৌরভ মুখার্জী

২৭ শে জানুয়ারি, বিকেল পাঁচটায়, ২৪ তম “মাদার টেরিজা ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড”, অনুষ্ঠিত হলো, কলকাতার সেন্ট জেমস স্কুল অডিটরিয়ামে।


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মাদার টেরেজা অ্যাওয়ার্ড কমিটির চেয়ারম্যান ডক্টর টি এইচ আয়ারল্যান্ড, এবং ফাদার জয় ডি সুজা (রিজুনাল এডুকেশন কমিশন ওয়েস্ট বেঙ্গল এবং সিকিম)। অন্যতম অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: মির্জা আহমেদ ইস্পাহানি (ডিরেক্টর, ইস্পাহানি লিমিটেড বাংলাদেশ) এবছর অন্যতম পুরস্কার প্রাপকরা হলেন, ইস্পাহানী টি লিমিটেড (বাংলাদেশ), শ্রীমতী এম্মা বার্নস (UK), শ্রী নীতিশ রায় (আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্ত আর্ট ডিরেক্টর), প্রফেসর ডক্টর ভবতোষ বিশ্বাস, সর্দার গুর্মীত সিং (সমাজসেবী), সেন্ট জেভিয়ার্স কলেজ অ্যালুমনী অ্যাসোসিয়েশন, সেন্ট সেবাস্টিয়ান স্কুল, উজ্জ্বল চ্যাটার্জি (আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত পরিচালক), শ্রী অমিতাভ মজুমদার (সমাজসেবী)।
সম্পূর্ণ অনুষ্ঠানে বাংলাদেশ ডেপুটি হাইকমিশন থেকে উপস্থিত ছিলেন, আলমাস হোসেন (কনস্যুলার), রঞ্জন সেন (প্রেস সচিব) । এখানে উল্লেখযোগ্য, অনুষ্ঠানে মাদার টেরেসার উপর তথ্যচিত্র দেখানো হল এবং দেশাত্মবোধক গানের উপর নৃত্য পরিবেশনা করেন দেবরুপ রায় ও ঋতুপর্ণার “তাল দ্যা বিট” নৃত্য একাডেমী।


আরও পড়ুন:

Follow Bangla Live on Facebook

Follow Bangla Live on YouTube