+91 9330828434 +91 9804424251 banglalivenews@gmail.com

নবান্নে কন্ট্রোল রুম যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে থাকা রাজ্জ্যবাসীর জন্য

নিজস্ব সংবাদদাতা - February 25, 2022 3:50 pm - রাজ্য

নবান্নে কন্ট্রোল রুম যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে থাকা রাজ্জ্যবাসীর জন্য

বাংলার বহু পড়ুয়া সহ জীবিকার খোঁজে যাওয়া মানুষরা আটকে রয়েছেন যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে। তাঁদের ঘরে ফেরাতে উদ্যোগী হল রাজ্য। খোলা হল কন্ট্রোল রুম। দায়িত্বে সিনিয়র আইএএস অফিসার ও ডব্লুবিসিএস অফিসাররা। যোগাযোগের জন্য চালু করা হল দুটি নম্বর, ২২১৪৩৫২৬ ও ১০৭০। ইতিমধ্যেই জেলাশাসকদের কাছে নবান্নের তরফে ইউক্রেনে আটকে থাকা সেখানকার বাসিন্দাদের তথ্য চাওয়া হয়েছে। জানা গেছে সকাল ৯টা থেকে রাত ৯টা অবধি চালু থাকবে কন্ট্রোল রুম। দুটো শিফটে কাজ হবে।
এটা ঘটনা বাংলা থেকে বহু মানুষ বিভিন্ন সময়ে পাড়ি দিয়েছিলেন ইউক্রেনে। তাঁদের মধ্যে অধিকাংশই গিয়েছিলেন ডাক্তারি পড়তে। কারও পড়াশোনা শেষ করে শীঘ্রই ফেরার কথা ছিল। কেই আবার আশান্তির আঁচ পেয়ে ঘরে ফেরার সিদ্ধান্ত নিয়েছিলেন। কিন্তু তাঁদের অনেকেই ইচ্ছে থাকলেও ফিরতে পারেননি। আটকে পড়েছেন ইউক্রেনে। এই পরিস্থিতিতে ঘরে বসে সন্তানদের চিন্তায় ব্যাকুল মা–বাবারা।
পূর্বস্থলীর বাসিন্দা এক যুবক পড়াশোনার জন্য গিয়েছিলেন ইউক্রেনে। বর্তমানে কলেজে হস্টেলে আন্ডারগ্রাউন্ডে রয়েছেন তিনি। একই অবস্থা দুর্গাপুরের বেশ কয়েকটি পরিবারের। ইভানোতে আটকে পড়েছেন দুর্গাপুরের বাসিন্দা নেহা খান। দুর্গাপুরের কোকওভেন থানার অন্তর্গত রাতুড়িয়া গ্রামের ঝুমকি ও রুমকি গঙ্গোপাধ্যায় ইউক্রেনের খারকিব ন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে গিয়েছিলেন গত ডিসেম্বরে। বর্তমানে সেখানেই আটকে পড়েছেন তাঁরা। একই অবস্থা উত্তর দিনাজপুরের ইসলামপুরের রামকৃষ্ণপল্লির পাভেল দাসের। ইউক্রেনের একটি মেডিক্যাল কলেজের তৃতীয় বর্ষের ছাত্র তিনি। আটকে পড়েছেন সেখানেই। শিলিগুড়ির বাসিন্দা উস্মীত রায়ও আটকে পড়েছেন ইউক্রেনে। এছাড়াও আরও বহু পড়ুয়া আটকে রয়েছেন সেখানে। রাজ্য সরকারের কন্ট্রোল রুমের সাহায্যে সন্তান ও প্রিয়জনদের ঘরে ফেরার অপেক্ষায় প্রহর গুনছে পরিবার।

ইউক্রেনে আটক ভারতীয় নাগরিকদের জন্য হেল্পলাইন নাম্বার
সেন্ট্রাল রুম– 18000118797 (টোল ফ্রি)
ফোন– +91 11 23012113, +91 11 23014104, +91 1123017905

আটকে পড়া ভারতীয় পড়ুয়াদের জন্য ২৪X৭ ইমারজেন্সি নাম্বার- +380 9997300428, +380 997300483


আরও পড়ুন:

Follow Bangla Live on Facebook

Follow Bangla Live on YouTube