+91 9330828434 +91 9804424251 banglalivenews@gmail.com

প্রকাশিত হল কুণাল ঘোষের ‘উপন্যাস সমগ্র প্রথম খণ্ড’।

নিজস্ব সংবাদদাতা - August 28, 2022 12:04 pm - কলকাতা

প্রকাশিত হল কুণাল ঘোষের ‘উপন্যাস সমগ্র প্রথম খণ্ড’।

চিত্র সৌজন্যে: aajkaal

পুজোর গন্ধে যখন মাতোয়ারা আপামর বাঙালি, সেই আবহেই প্রকাশিত হল শাসকদলের রাজ্য সাধারণ সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষের ‘উপন্যাস সমগ্র প্রথম খণ্ড’।

আজ আনুষ্ঠানিকভাবে প্রকাশ করলেন সাংসদ ও তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শনিবার সন্ধেয় জমজমাট অভিষেকের ক্যামাক স্ট্রিটের দপ্তর। এক ঘরোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল সেখানে।

প্রাক্তন সাংসদ ও লেখক-সাংবাদিক কুণালের লেখা পাঁচটি উপন্যাসের এই সংকলনের প্রথম সংখ্যাটি প্রকাশের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ও নাট্যকার ব্রাত্য বসু, লেখক কুণাল, দীপ প্রকাশনের কর্ণধার দীপ্তাংশু মণ্ডল, আইনজীবী সঞ্জয় বসু।

প্রথম খণ্ডের উপন্যাস সমগ্রে যে পাঁচটি উপন্যাস রয়েছে, সেগুলি হল- ‘পূজারিনি’, ‘শাস্তির পর’, ‘হে বান্ধবী’, ‘পথ হারাবো বলেই’ এবং ‘তখনও সবটা বলিনি’। উপন্যাস প্রকাশের অনুষ্ঠান উপলক্ষ্যে বইয়ের প্রচ্ছদের ছবি দেওয়া কেক কাটার মাধ্যমে মিষ্টিমুখ হয়।কেক কাটার পর কুণালকে শুভেচ্ছা জানান অভিষেক বন্দ্যোপাধ্যায় ও ব্রাত্য বসু।


আরও পড়ুন:

Follow Bangla Live on Facebook

Follow Bangla Live on YouTube