তাপমাত্রার পারদ নিম্নমুখী রাজ্যজুড়ে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা
৪৩ থেকে ডিগ্রি থেকে নেমে তাপমাত্রা একেবারে ৩৪ ডিগ্রির কোঠায়। তাপমাত্রার পারদ নিম্নমুখী থাকায়, কয়েক পশলা বৃষ্টিতেই জেলায় জেলায় স্বস্তির আবহাওয়া।
আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে, সোমবারেও কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া বইতে পারে। মঙ্গলবার পর্যন্ত রাজ্যের অধিকাংশ জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মঙ্গলবারের পর তাপমাত্রা খানিকটা বাড়লেও, নতুন করে চলতি সপ্তাহে তাপপ্রবাহের সম্ভাবনা নেই। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৭ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াস।
শনিবার রাত থেকে কলকাতা ও সংলগ্ন এলাকায় বৃষ্টি শুরু হয়। রবিবারেও বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হয়েছে। কলকাতা ছাড়াও উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, বাঁকুড়া, পুরুলিয়া, বর্ধমান, পূর্ব মেদিনীপুর, হাওড়া এবং হুগলিতে বৃষ্টি হয়েছে। সোমবারেও বৃষ্টির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন বঙ্গবাসী।