মায়ের লড়াইয়ে অনুপ্রাণিত হয়ে, জাতীয় স্তরের সাঁতার প্রতিযোগিতায় জোড়া পদক জিতলেন বছর বাইশের রাখি।
চিত্র সৌজন্যে: news18bangla
কোনির ছিল ক্ষিদ্দা। নিমতার রাখি পোদ্দারের ক্ষিদ্দা তাঁর মা। সংসার টানতে মিনিবাসের স্টিংয়ারিং ধরতে হয়েছে রাখির মা প্রতিমা পোদ্দারকে। মায়ের লড়াইয়ে অনুপ্রাণিত হয়ে, জাতীয় স্তরের সাঁতার প্রতিযোগিতায় জোড়া পদক জিতলেন বছর বাইশের রাখি।