ঋতুরাজ থেকে “ঋতুশ্রী”- জন্মসূত্রে পাওয়া পুরুষ শরীরে নারী সত্তা মুক্তির পথ খুঁজছিল দীর্ঘদিন ধরে
বিশিষ্ট বাচিকশিল্পী,সাংবাদিক ও সাংস্কৃতিক সংগঠক হিসাবে কলকাতার একটি উল্লেখযোগ্য নাম ঋতুরাজ প্রামানিক।উত্তর কলকাতার একটি অভিজাত পরিবারে তাঁর জন্ম হয়।ছোট থেকেই পড়াশোনার পাশাপাশি কবিতা আবৃত্তি ও সাহিত্যের প্রতি তাঁর প্রবল আগ্রহ ছিল।সেইসঙ্গে শাস্ত্রীয় নৃত্যের অনুরাগী ছিলেন।ছোট থেকেই দূরদর্শনের পর্দায় বিভিন্ন শাস্ত্রীয় নৃত্য শিল্পীর নাচ দেখে বড় হওয়া।পরবর্তীকালে বাংলা সাহিত্য নিয়ে তিনি পড়াশোনা করেছেন।
কলেজে পড়াকালীন সময়েই তিনি বেতার,টেলিভিশন ও মঞ্চে পেশাদার সঞ্চালক ও আবৃত্তিকার হিসাবে কাজ শুরু করেন।খুব অল্প সময়ে খ্যাতি ও সাফল্য পান তিনি।পাশাপাশি নান্দনিক মানুষ নামক নিজের একটি সাংস্কৃতিক সংস্থা তৈরী করেন।এই সংস্থা মূলত শাস্ত্রীয় নৃত্য উৎসব করে।দেশ বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে শিল্পীরা এই উৎসবে অংশগ্রহণ করেন।উদীয়মান শিল্পী থেকে প্রথিতযশা গুরুদের সম্মান জ্ঞাপন করা হয়।আপাতত তিন বছরে মোট ৪৩টা আন্তর্জাতিক নৃত্য উৎসবের আয়োজন করেছে এই সংস্থা।নৃত্য উৎসব পরিচালনার পাশাপাশি তিনি নিজেও বেশ কটি নৃত্যনাট্যে পারফরমেন্স করেছেন।ভবিষ্যতেও এমন কাজ করার ইচ্ছে আছে তাঁর।তবে সব কাজের মাঝে জন্মসূত্রে পাওয়া পুরুষ শরীরে নারী সত্তা মুক্তির পথ খুঁজছিল দীর্ঘদিন ধরে।বহু প্রতীক্ষার পর সম্প্রতি তিনি পরিবারের সম্পূর্ণ সহযোগিতা ও সমর্থনে নিজের শরীর পরিবর্তন করতে চলেছেন।ফলে শুরু হয়ে গেছে চিকিৎসার নানান পদ্ধতি।শরীরের পাশাপাশি বদলে যাবে তাঁর নামটি।ঋতুরাজ থেকে “ঋতুশ্রী” হতে চলেছেন তিনি।ইতি মধ্যে সোশ্যাল মিডিয়াতেও বেশ সাড়া ফেলেছে বিষয়টি।বহু মানুষ তাঁকে নতুন জীবনের জন্য শুভেচ্ছা জানাচ্ছেন।