+91 9330828434 +91 9804424251 banglalivenews@gmail.com

জাতীয় পতাকার অবমাননা করার জন্য রোদ্দুরকে ভিডিও করে ক্ষমা চাইতে হবে।

নিজস্ব সংবাদদাতা - June 28, 2022 4:06 pm - কলকাতা

জাতীয় পতাকার অবমাননা করার জন্য রোদ্দুরকে ভিডিও করে ক্ষমা চাইতে হবে।

সোমবারই তিনি জেল থেকে বাড়ি ফিরতে পারেন। মুখ্যমন্ত্রীকে কুকথা, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কুকথা বলার অভিযোগ ছিল রোদ্দুরের বিরুদ্ধে। একাধিক থানায় মামলা দায়ের ছিল রোদ্দুরের বিরুদ্ধে। যার ভিত্তিতে গোয়া থেকে ৭ জুন গ্রেপ্তার করা হয় রোদ্দুরকে। এরপর গত ৯ জুন থেকে পুলিশ হেফাজতে ছিলেন রোদ্দুর রায়। মাঝে কয়েক দিন জেল হেফাজতে থাকলেও গত রবিবার অবধি আলিপুর আদালতের নির্দেশে পুলিশ হেফাজতে ছিলেন রোদ্দুর। সোমবার সব মামলায় জামিন দেওয়া হল রোদ্দুরকে। এক হাজার টাকার অন্তর্বর্তী জামিন দেওয়া হয়েছে রোদ্দুরকে। এমনকি জামিনের জন্য রোদ্দুরকে ৫ হাজার টাকার ব্যক্তিগত বন্ডও জমা দিতে হবে।
সোমবার রোদ্দুরকে ব্যাঙ্কশাল আদালতে হাজির করানো হয়েছিল। তাঁর বিরুদ্ধে বটতলা থানায় রুজু হওয়া মামলায় অন্তর্বর্তী জামিনের নির্দেশ দেন বিচারক। তবে আদালত নির্দেশ দিয়েছে, জাতীয় পতাকার অবমাননা করার জন্য রোদ্দুরকে ভিডিও করে ক্ষমা চাইতে হবে। তবে ওই ভিডিও বিচারপ্রক্রিয়ায় ব্যবহার করা যাবে না। এর আগে রবিবার পাটুলি আর লেক থানার মামলায় রোদ্দুরকে অন্তর্বর্তীকালীন জামিনের নির্দেশ দিয়েছিল আলিপুর আদালত। তার আগে অবশ্য হেয়ার স্ট্রিট থানার মামলায় জামিন পান তিনি। আর সোমবার জামিন পেলেন বটতলার মামলায়।


আরও পড়ুন:

Follow Bangla Live on Facebook

Follow Bangla Live on YouTube