শীতলা মাতার পুজো উপলক্ষে হাওড়া সানপুর শীতলা সংঘ রক্তদান
গত ২৯ এপ্রিল শীতলা মাতার পুজো উপলক্ষে হাওড়া সানপুর শীতলা সংঘ রক্তদান উৎসবের আয়োজন করে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমবায় মন্ত্রী অরূপ রায়, ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তেওয়ারী, বিধায়ক কল্যাণ ঘোষ, হাওড়া পুরনিগমের মুখ্য প্রশাসক সুজয় চক্রবর্ত্তী এবং মদন মিত্র প্রমুখ।
অনুষ্ঠানটি সুচারুভাবে উপস্থাপনা করেন সংঘের সম্পাদক মুকুল চৌধুরী ও সহ সম্পাদক দীপক মালিক।
এই পুজো উপলক্ষে আটদিন ব্যাপী ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।