+91 9330828434 +91 9804424251 banglalivenews@gmail.com

শিন্ডে বলেছেন, ‘‌শীঘ্রই মুম্বই আসছি।’‌

নিজস্ব সংবাদদাতা - June 28, 2022 3:20 pm - দেশ

শিন্ডে বলেছেন, ‘‌শীঘ্রই মুম্বই আসছি।’‌

চিত্র সৌজন্যে: The Indian Express

মঙ্গলবার গুয়াহাটির হোটেলের বাইরে এসে সাংবাদিকদের একথা জানিয়েছেন শিন্ডে। বলেছেন, ‘‌শীঘ্রই মুম্বই আসছি।’‌ শোনা যাচ্ছে, আজই শিন্ডে শিবিরের লোকজন মুম্বই পৌঁছতে পারেন। আর তা না হলে বৃহস্পতিবার রয়েছে সেই সম্ভাবনা। শিন্ডে এদিনও হুঙ্কার ছেড়েছেন, ‘‌আমরাই প্রকৃত শিবসেনা। শীঘ্রই মুম্বই যাব আমরা।’‌ এদিকে শোনা যাচ্ছে, দিল্লি গিয়ে বিজেপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক করতে পারেন শিন্ডে। তবে শিন্ডে ও বিদ্রোহী সেনা বিধায়করা এই বিষয়ে কিছু বলেননি। তবে শিন্ডে এদিন বলেছেন, ‘‌আমার সঙ্গে স্বেচ্ছায় ৫০ জন বিধায়ক রয়েছেন। পরবর্তী পদক্ষেপের কথা দ্রুত জানানো হবে। বিজেপির সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে।’‌ রাজ্যপাল ভগত সিং কোশিয়ারির সঙ্গে দেখা করতে পারেন শিন্ডে।
উদ্ধব পুত্র আদিত্য ঠাকরে দাবি করেছিলেন, গুয়াহাটিতে শিন্ডের সঙ্গে থাকা ১৫ জন বিদ্রোহী বিধায়ক উদ্ধব শিবিরের সঙ্গে যোগাযোগ রাখছেন। যদিও শিন্ডে এদিন জানিয়েছেন, ‘‌স্বেচ্ছায় বিধায়করা আমার সঙ্গে রয়েছেন।’‌ এদিকে শরদ পাওয়ারের এনসিপি আবার জানিয়েছে, বিরোধী আসনে বসতে তাদের আপত্তি নেই। তবে মহারাষ্ট্র সরকারের ভবিষ্যৎ কী হবে তা ঠিক করতে হবে ওই ৫০ জন বিদ্রোহী বিধায়ককে।


আরও পড়ুন:

Follow Bangla Live on Facebook

Follow Bangla Live on YouTube