+91 9330828434 +91 9804424251 banglalivenews@gmail.com

রুশ সেনারা কিয়েভের পার্লামেন্ট থেকে প্রায় ৯ কিলোমিটার উত্তরের শহর ওবোলনে ঢুকে পড়েছে।

নিজস্ব সংবাদদাতা - February 25, 2022 3:26 pm - আন্তর্জাতিক

রুশ সেনারা কিয়েভের পার্লামেন্ট থেকে প্রায় ৯ কিলোমিটার উত্তরের শহর ওবোলনে ঢুকে পড়েছে।

চিত্র সৌজন্যে: NDTV

ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, রুশ সেনারা কিয়েভের পার্লামেন্ট থেকে প্রায় ৯ কিলোমিটার উত্তরের শহর ওবোলনে ঢুকে পড়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা টুইটে এ খবর জানান। খবর বিবিসির।

প্রতিরক্ষা মন্ত্রণালয় ওই টুইটে রুশ সেনাদের শত্রু হিসেবে উল্লেখ করে তাদের ঠেকাতে মলোতভ ককটেল তৈরির জন্য কিয়েভের বাসিন্দাদের অনুরোধ জানিয়েছে। তাদের নিরাপদে থাকতে বলা হচ্ছে। টুইটে বলা হয়, ‘বাসিন্দারা, সতর্ক হোন। বাড়ি থেকে বের হবেন না।’

এর আগে ইউক্রেনের সেনাবাহিনী বলেছে, রাজধানী কিয়েভের উপকণ্ঠে দিমার ও ইভানকিভ এলাকায় সংঘর্ষ চলছে। ওই এলাকায় রাশিয়ার বেশ কিছু সাঁজোয়া যান ঢুকে পড়েছে। রুশ সেনারা কিয়েভের খুব কাছে পৌঁছে গেছেন। ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা ভাদিম দেনিসেনকো রয়টার্সকে বলেছেন, গত ২৪ ঘণ্টায় রাশিয়া ৩৩টি বেসামরিক জায়গায় হামলা চালিয়েছে।

উক্রেন সেনাবাহিনী এর আগে ফেসবুক পেজের পোস্টে বলেছে, কিয়েভের উত্তর– পশ্চিমে রুশ সেনাদের প্রতিহত করতে লড়াই চালিয়ে যাচ্ছে ইউক্রেনের সেনারা। রাশিয়ার সেনাবাহিনী যাতে কিয়েভের দিকে আর এগোতে না পারে সে জন্য তেতেরিভ নদীর সীমান্তবর্তী একটি সেতু ধ্বংস করে দিয়েছে ইউক্রেনের সেনারা।

ইউক্রেনের সেনাবাহিনী আগে জানিয়েছে, কিয়েভের একটি বিমানঘাঁটি নিজেদের দখলে রেখেছে। এই বিমানঘাঁটি দখলে নিলে রুশ সেনাবাহিনীর কিয়েভে ঢোকা সহজ হবে।

কিয়েভে সংবাদ সংগ্রহের কাজ করছেন বিবিসির সাংবাদিক পল অ্যাডামস। তিনি জানিয়েছিলেন, রুশ সেনারা কিয়েভের দিকে যতই এগোচ্ছেন, গোলাগুলির শব্দ বাড়ছে।

ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা অ্যান্তন হেরাসচেনকো সতর্কতা জারি করে বলেছেন, আজকের দিনটি খুবই কঠিন। রাশিয়ার সেনাবাহিনী উত্তর–পূর্ব ও উত্তর–পশ্চিম দিক দিয়ে কিয়েভে ঢোকার চেষ্টা করছে।

ইউক্রেনের গোয়েন্দা সংস্থার একটি সূত্র ইউক্রেনস্কা প্রাভদা ওয়েবসাইটে রাশিয়ার হামলার পরিকল্পনার বিষয়ে বিস্তারিত জানিয়েছে। তবে এ বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্যপ্রমাণ পাওয়া যায়নি।


আরও পড়ুন:

Follow Bangla Live on Facebook

Follow Bangla Live on YouTube