+91 9330828434 +91 9804424251 banglalivenews@gmail.com

টোকিও অলিম্পিকে বিরাট কীর্তি মনপ্রীত সিংদের। ৪১ বছর পর হকিতে দেশকে পদক এনে দিলেন তাঁরা।

নিজস্ব সংবাদদাতা - August 5, 2021 10:09 am - খেলা

টোকিও অলিম্পিকে বিরাট কীর্তি মনপ্রীত সিংদের। ৪১ বছর পর হকিতে দেশকে পদক এনে দিলেন তাঁরা।

টোকিও অলিম্পিকে বিরাট কীর্তি মনপ্রীত সিংদের। ৪১ বছর পর হকিতে দেশকে পদক এনে দিলেন তাঁরা। বৃহস্পতিবার জার্মানিকে ৫-৪ গোলে হারিয়ে ব্রোঞ্জ জিতে নিল ভারত। টানটান উত্তেজনার ম্যাচ ৷ প্রথম দুই কোয়ার্টারে ভারতের উপর চাপ বজায় রেখেছিলেন জার্মানরা ৷ একসময় ৩-১ গোলে এগিয়েও গিয়েছিলেন তারা ৷ কিন্তু ম্যাচে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ায় ভারত ৷ শেষপর্যন্ত ভারত জেতে ৫-৪ গোলে ৷শেষবার ১৯৮০ সালে অলিম্পিকের হকিতে পোডিয়ামে উঠেছিল ভারত ৷ অলিম্পিক্স হকিতে আটটি সোনাজয়ী ভারতের গত ৪১ বছরে কোনও পদকই জোটেনি ৷ ব্রোঞ্জ হলেও শেষপর্যন্ত মনপ্রীতদের হাত ধরেই এল সেই বহু কাঙ্খিত মেডেল ৷ বেলজিয়ামের বিরুদ্ধে সেমিফাইনালে হারের পর সোনা জয়ের আশা শেষ হয়ে গিয়েছিল ৷ কিন্তু এদিন ব্রোঞ্জ মেডেল ম্যাচে নিজেদের সেরাটাই দিলেন ভারতীয় হকি দলের খেলোয়াড়রা ৷ম্যাচে এদিন জোড়া গোল করলেন সিমরনজিৎ সিং ৷ গোল পেলেন হরমনপ্রীত, হার্দিক সিং এবং রুপিন্দরও ৷ ম্যাচে লড়াই হল একেবারে শেষ সেকেন্ড পর্যন্ত ৷ খেলা শেষ হওয়ার একেবারে শেষমুহূর্তে একটি পেনাল্টি কর্নার পায় জার্মানি ৷ ওইসময় গোল হয়ে গেলেই বিপদ বাড়ত ৷ কিন্তু শেষপর্যন্ত গোল বাঁচিয়ে নিতে সফল ভারত ৷ চক দে ইন্ডিয়া… !


আরও পড়ুন:

Follow Bangla Live on Facebook

Follow Bangla Live on YouTube