+91 9330828434 +91 9804424251 banglalivenews@gmail.com

ভারতীয় দূতাবাস জানিয়েছে ,ইউক্রেনের পশ্চিম দিকে থাকাই এখন নিরাপদ।

নিজস্ব সংবাদদাতা - February 26, 2022 3:59 pm - আন্তর্জাতিক

ভারতীয় দূতাবাস জানিয়েছে ,ইউক্রেনের পশ্চিম দিকে থাকাই এখন নিরাপদ।

হাজার হাজার ভারতীয় নাগরিক আটকে রয়েছে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে। তাঁদের দেশে ফেরাতে তৎপর হল এয়ার ইন্ডিয়া। এয়ার ইন্ডিয়ার একটি বিমান ইতিমধ্যেই রওনা দিয়েছে। আরও দুটি যাবে রোমানিয়া এবং পোল্যান্ডে। ভারতীয়দের ওই দুই দেশ হয়ে ফেরানোর চেষ্টা চলছে বলে খবর। এদিকে আটকে পড়া ভারতীয়দের নতুন পরামর্শ দিল ইউক্রেনের ভারতীয় দূতাবাস। তারা জানিয়েছে, ইউক্রেনের পশ্চিম দিকে থাকাই এখন নিরাপদ। সেই সঙ্গে তাঁদের কোনও সীমান্ত চৌকির দিকে যেতে নিষেধ করা হয়েছে।

রাশিয়ার আক্রমণের পর ইউক্রেনের অবস্থা এখন সঙ্গিন। শিশুদের নিয়ে দেশ ছেড়ে পালাচ্ছেন মহিলারা। সক্ষম পুরুষদের দেশে থেকে যেতে হচ্ছে কারণ তাঁদের সেনাবাহিনীতে নিয়োগ করা হতে পারে। এই ভয়াবহ পরিস্থিতির মধ্যেই ফেঁসে রয়েছেন ভারতীয় নাগরিকরা, যাদের মধ্যে বেশিরভাগই পড়ুয়া। তাঁদের উদ্দেশে বার্তা দিয়ে ইউক্রেনের ভারতীয় রাষ্ট্রদূত পার্থ শতপথী বললেন, ‘প্রত্যেক ভারতীয় দেশে ফিরবেন। প্লেন তৈরি রয়েছে। তৈরি কর্মীরাও। কিন্তু যুদ্ধ পরিস্থিতি। পশ্চিমে পৌঁছতে রসদ এবং পদ্ধতি বুঝে ব্যবস্থা নিতে হবে আমাদের।’
তিনি আরও বলেন, ‘পরিস্থিতি নিয়ে আমাদের বাস্তবসম্মত হতে হবে। তাই ইউক্রেনের যেখানেই আপনাদের বন্ধুরা থাকুক না কেন, তাঁদের জানিয়ে দিন সব ঠিক হয়ে যাবে।’ এদিকে সীমান্তের দিকে যেতে বারণ করে ভারতীয় দূতাবাস বলল, ‘বিভিন্ন সীমান্ত চেকপয়েন্টের পরিস্থিতি উত্তেজনাপূর্ণ। প্রতিবেশী রাষ্ট্রগুলোর সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ রেখে চলেছে ভারতীয় দূতাবাস, যাতে একসঙ্গে ভারতীয়দের উদ্ধার করা যায়।’


আরও পড়ুন:

Follow Bangla Live on Facebook

Follow Bangla Live on YouTube