ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আজ দ্বিতীয় ম্যাচ
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আজ দ্বিতীয় ম্যাচে সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে নামবে রোহিতরা। করোনা মুক্ত হয়ে অনুশীলনে যোগ দিয়েছেন ধাওয়ান, শ্রেয়সরা। দ্বিতীয় ম্যাচ থেকে পাওয়া যাবে কেএল রাহুলকেও। প্র্যাকটিস শুরু করে দিয়েছেন মায়াঙ্ক আগরওয়ালও। এবার প্রথম একাদশ বাছতে হিমশিম খাচ্ছে টিম ইন্ডিয়া। রোহিতের সঙ্গে ওপেন করে রান পেয়েছেন ঈশান কিষান। মিডল অর্ডারে অভিষেকেই রান পেয়েছেন দীপক হুডাও। এবার কাকে ছেড়ে কাকে খেলবেন সেই দ্বন্দ্বে পড়ে গিয়েছে থিঙ্কট্যাঙ্ক। তবে রাহুল ফেরায় রোহিতের সঙ্গে তাঁকেই ওপেন করতে দেখার সম্ভাবনা বেশি। অনেকেই আবার তাঁকে মিডল অর্ডারে খেলাতে বলছেন। একটা সময় রাহুলকে মিডল অর্ডারে খেলানো হত। আবার সেটা হলে বাদ পড়বেন হুডা, শ্রেয়সরা। তবে পরিস্থিতি অনুযায়ী কেএল রাহুলকে ওপেনার হিসেবেই দেখা যাওয়ার সম্ভাবনা বেশি।
বুধবার আরও একটি মাইলস্টোন ছোঁবেন বিরাট কোহলি। ঘরের মাঠে ১০০তম একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলবেন ভারতের প্রাক্তন অধিনায়ক। ৩৬ নম্বর ক্রিকেটার হিসেবে এই নজির গড়ে শচীন তেন্ডুলকর, মহেন্দ্র সিং ধোনিদের এলিট প্যানেলে ঢুকে পড়বেন তিনি।
পঞ্চম ভারতীয় ক্রিকেটার হিসেবে ঘরের মাঠে একশোতম একদিনের ম্যাচ খেলার রেকর্ড করবেন বিরাট। এই তালিকায় রয়েছেন শচীন তেন্ডুলকর, মহেন্দ্র সিং ধোনি, মহম্মদ আজহারউদ্দিন এবং যুবরাজ সিং। প্রথম একদিনের ম্যাচে রান না পেলেও রেকর্ডবুকে ঢুকে পড়েছিলেন কোহলি। ঘরের মাঠে দ্রুততম ৫০০০ রানে পৌঁছনোর নজির গড়েছিলেন। ভাঙেন শচীনের রেকর্ড। এই রানে পৌঁছতে মাস্টার ব্লাস্টার নিয়েছিলেন ১২১টি ম্যাচ। বিরাট মাত্র ৯৬ ম্যাচ খেলেই মাইলফলক ছুঁয়ে ফেলেন। সিরিজের প্রথম একদিনের ম্যাচে রান পাননি। এদিন রানে ফিরতে মরিয়া থাকবেন কোহলি।
সিরিজের প্রথম ম্যাচে চাহালের বল এবং রোহিতের ব্যাটে তছনছ হয়ে গিয়েছিল ক্যারিবিয়ানরা। বুধবারও ধারাবাহিকতা ধরে রাখতে মরিয়া রোহিত অ্যান্ড কোম্পানি। শেষ ম্যাচের আগেই সিরিজ পকেটে পুরতে চায় টিম ইন্ডিয়া। অন্যদিকে প্রত্যাঘাতের স্বপ্ন দেখছে সিরিজে পিছিয়ে থাকা ওয়েস্ট ইন্ডিজ। আজ জিতে সিরিজে সমতা ফেরাতে মরিয়া পোলার্ডরা। আর মাত্র দু’দিন পরই আইপিএলের মেগা নিলাম। ভাল খেলতে পারলে নিলামে দর বেড়ে যাবে ক্যারিবিয়ান ক্রিকেটারদের। সেটা মাথায় রেখেই সিরিজের বাকি দুটো ম্যাচে নামবে ওয়েস্ট ইন্ডিজ।